
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চলতি বছরের শেষ সূর্যগ্রহণ আজ রাতে ঘটতে যাচ্ছে। এবারের গ্রহণটি আংশিক হলেও বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাজাগতিক এই দৃশ্যের জন্য মানুষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।
আংশিক সূর্যগ্রহণটি আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১:২৯:৪৮, সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে রাত ১:৪১:৫৪, এবং গ্রহণ শেষ হবে রাত ৩:৫৩:৩৬। পুরো গ্রহণের স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।
সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে। কেন্দ্রীয় গতিপথ অনুযায়ী, গ্রহণ শুরু হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে, এবং শেষ হবে আলেকজান্ডার দ্বীপ থেকে।
বিশ্বের মহাজাগতিক পর্যবেক্ষকরা এই বিরল দৃশ্যের জন্য প্রস্তুত। বাংলাদেশ থেকে দেখা না গেলেও, আন্তর্জাতিক লাইভ সম্প্রচারের মাধ্যমে আগ্রহীরা সূর্যগ্রহণ উপভোগ করতে পারবে।




























