
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাসে পরকীয়া প্রেমিক নজরুল ভূঁইয়াকে (৩৫) ফোনে ডেকে এনে নিজ ঘরে খুনি দম্পতি মোহাম্মদ হোসেন (৩২) ও স্মৃতি (২৭) হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর লাশ চার টুকরো করে বাজারের ব্যাগে ভরে খালে ফেলা হয়। পুলিশ খাল থেকে লাশের খণ্ডিত দুটি হাত উদ্ধার করেছে, বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত নজরুল একই উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে। নিহতের বাবা ৮ আগস্ট তিতাস থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি হত্যার দায় স্বীকার করেছে। হত্যার চার দিন পর দম্পতি বাড়ি পরিষ্কার করে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করে।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ জানান, মোবাইল ফোনের তথ্য ও প্রযুক্তির সাহায্যে খুনিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। তারা লাশের চারটি বস্তার মধ্যে একটি উদ্ধার করেছেন, যেখানে লাশের দুই হাত পাওয়া গেছে। বাকি তিনটি বস্তা উদ্ধারের চেষ্টা চলছে। ডুবুরিদের মাধ্যমে বাকি লাশের অংশ উদ্ধারের প্রস্তুতি চলছে।




























