
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দেখা গেল আগের চেয়েও ভয়াবহ চিত্র-মাত্র ৯৩ রানে গুটিয়ে গিয়ে ২০০ রানের বিশাল পরাজয়! তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে আফগানিস্তানের বিপক্ষে চরম লজ্জাজনকভাবে ‘আফগানওয়াশ’ হলো বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ৫০ ওভারে ২৯৩ রান। ইনিংসের নায়ক ওপেনার ইব্রাহিম জাদরান ১৪০ বলে ৯৫ রান করে রান আউটে কাটা পড়েন। শেষদিকে মোহাম্মদ নবির তাণ্ডবে ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থেকে ইনিংসকে ২৯০ পেরিয়ে দেন তিনি।
বাংলাদেশের হয়ে তানভির ইসলাম ২ উইকেট নেন, হাসান মাহমুদও পান ২টি। সাইফ হাসান ৩ উইকেট নিলেও তা কোনো কাজে আসেনি।
ব্যাটিংয়ে ধস
২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই এলোমেলো ছিল বাংলাদেশের ইনিংস। ওপেনার নাঈম শেখ ফিরেছেন ৭ রানে, শান্ত ৩, তাওহিদ হৃদয় ৭, মিরাজ ৬, শামীম ০—একজনও দলকে ভরসা দিতে পারেননি। একাই লড়েছেন সাইফ হাসান, করেছেন ৪৩ রান (৫৪ বলে)।
বাকি ব্যাটসম্যানদের রানের চিত্র যেন ফোন নম্বরের মতো—৭, ৩, ৭, ৬, ০, ২, ৪, ৫, ৯, ২!
তরুণ আফগান পেসার বিলাল সামি ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ৭.১ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। রাশিদ খানও ছিলেন ভয়ংকর, ৬ ওভারে ৩ উইকেট, সিরিজে মোট ১১ উইকেট নিয়ে গড়েছেন নতুন রেকর্ড।
ধারাবাহিক ব্যর্থতা
টি–টোয়েন্টিতে ৩–০ ব্যবধানে হারার পর ওয়ানডেতেও একই ব্যবধানে পরাজয় বাংলাদেশের। দেশের বাইরে এটি তাদের অন্যতম বড় ব্যবধানের হার-২০০ রানের। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল লাল–সবুজরা।
এবার আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
আগামীর চ্যালেঞ্জ!
এই গ্লানিময় পরাজয়ের পর বিশ্রামেরও সময় নেই বাংলাদেশের সামনে। আগামী শনিবার থেকেই দেশের মাটিতে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ, যেখানে ঘুরে দাঁড়ানোই এখন টাইগারদের একমাত্র লক্ষ্য।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে, অনেক ক্রিকেট সমর্থকরা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলাই তারা আর দেখবেন না, এখন থেকে তাদের চোখ থাকবে হামজা জায়ানদের দিকে, ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, ক্রিকেটে এমন বাজে অবস্থা চলতে থাকলে অধিকাংশ সমর্থকরা ফুটবলের দিকে ঝুঁকবে এবং ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিবে, ধারনা করা যাচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে দর্শক কম দেখা যেতে পারে।
দু-দলের সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৯৩/৯ (জাদরান ৯৫, নবী ৬২*, গুরবাজ ৪২; হাসান ২/৫৭, তানভির ২/৪৬, মিরাজ ১/৬৭, সাইফ ৩/৬)।
বাংলাদেশ: ২৭.১ ওভারে ৯৩ (সাইফ ৪৩; সামি ৫/৩৩, রাশিদ ৩/১২)।
ফল: আফগানিস্তান জয়ী ২০০ রানে
সিরিজ ফলাফল: আফগানিস্তান ৩–০
ম্যান অব দ্য ম্যাচ: বিলাল সামি।
ম্যান অব দ্য সিরিজ: ইব্রাহিম জাদরান।





























