
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ সৌদি আরবের কাছে তাঁর আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। স্মোরিচের মন্তব্যে তিনি ইঙ্গিত করেছিলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত দিলে ইসরায়েল সৌদি আরবের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। এছাড়া, তিনি সৌদি নেতাদের মরুভূমিতে উট চড়ানোর উদাহরণ দিয়ে কটাক্ষও করেছিলেন।
মাফ চাইবার সময় স্মোরিচ বলেন, “সৌদি আরব নিয়ে আমার মন্তব্য অনুপযুক্ত ছিল। এতে তাদের যে অপমান হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
এর আগে ২৩ অক্টোবর এক অনুষ্ঠানে স্মোরিচ বলেন, যদি সৌদি আরব আমাদের বলে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তবে তিনি বন্ধুত্বপূর্ণভাবে তা প্রত্যাখ্যান করবেন এবং “আপনারা সৌদি মরুভূমিতে উট চড়া চালিয়ে যান” বলেছিলেন।
তবে ক্ষমা চাওয়ার পরও তিনি ফিলিস্তিনে দখলদার অবস্থান এবং পশ্চিম তীরের ইহুদিদের ঐতিহাসিক অধিকার নিয়ে উগ্র মনোভাব অব্যাহত রাখেন। স্মোরিচ জানান, তিনি আশা রাখবেন সৌদি আরব তাদের ক্ষতি করবে না এবং সত্যিকারের শান্তি স্থাপন করবে।
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব এবং ইসরায়েলের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তারা এখন খুব কাছাকাছি পৌঁছেছে। তিনি টাইম ম্যাগাজিনকে বলেন, “সৌদি নেতৃত্ব দেবে। গাজা ও ইরান সংক্রান্ত সমস্যা এ মুহূর্তে আর নেই।”



























