
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলেমদের পারস্পরিক ভেদাভেদ ভুলে বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি। তিনি বলেন, ইসলামি আন্দোলনকে এগিয়ে নিতে ঐক্যের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান তিনি। বৈঠকে অংশ নেন কুরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।
আলোচনার শুরুতেই নেতারা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ম-মহাসচিব মো. শুকুর আলী কাজী, হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেস সচিব আকাশ মাহমুদ ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন মাহমুদ।
বৈঠক শেষে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে জামায়াত আমিরের হাতে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়।



























