
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এ ঘটনায় তিনি মোটেও “খুশি নন”।
গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। স্থানীয় সূত্র জানায়, হামলার সময় ওই ভবনে হামাসের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বৈঠক করছিলেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ১৫টি যুদ্ধবিমান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে অন্তত ১০ দফা বোমাবর্ষণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান।
হামলায় হামাসের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। যদিও সংগঠনটির দাবি, তাদের শীর্ষ নেতৃত্ব অক্ষত রয়েছে। হামাস এ ঘটনাকে “জঘন্য অপরাধ” ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। কাতার সরকারও একইভাবে এটিকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ হামলার খবর তিনি মার্কিন সেনাবাহিনীর কাছ থেকেই প্রথম জানতে পারেন এবং ঘটনার প্রতিটি দিক নিয়েই তিনি গভীরভাবে অসন্তুষ্ট। বিশ্লেষকদের মতে, কাতারে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থাকায় যুক্তরাষ্ট্রের অজান্তে ইসরায়েলের এ হামলা চালানো সম্ভব নয়।
আন্তর্জাতিক মহলেও এ হামলা নিয়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাতিসংঘের পাশাপাশি বাংলাদেশও তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স




























