
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চালু হলো ‘ডিজিটাল কোর্ট রুম’। এখন থেকে ভয়ংকর জঙ্গি, সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্নীতিতে জড়িত ভিআইপি আসামিদের শুনানি হবে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম-এর মাধ্যমে, তাঁদের কারাগারেই অবস্থান রেখে।
বুধবার, ৬ আগস্ট ২০২৫, সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার আসামিদের কাশিমপুর হাইসিকিউরিটি জেল ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রতিদিন আদালতে আনা-নেওয়ার সময় নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। অনেক সময় জনগণ ক্ষোভ প্রকাশ করতে আদালত প্রাঙ্গণে জড়ো হয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
এসব পরিস্থিতি এড়াতে এবং আসামিদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কোর্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০-এর ৫ ধারার আলোকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে অডিও-ভিডিও প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য ও শুনানি গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
এজন্য সিএমএম আদালতের ২৮ নম্বর কক্ষকে ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে কারা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জানান, কারাগারে থাকা আওয়ামী লীগের কিছু ভিআইপি আসামি, জঙ্গি ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তা বিবেচনায় আদালতে হাজির না করে ডিজিটাল পদ্ধতিতে শুনানি চালানো হবে। এটি অবিলম্বে চালু হবে।




























