
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কোস্টারিকার তোর্তুগুয়েরো ন্যাশনাল পার্কের কাছে স্থানীয় জেলেদের জালে সম্প্রতি ধরা পড়েছে এক বিরল সোনালি রঙের হাঙ্গর। প্রায় ছয় ফুট লম্বা এ হাঙ্গরের চোখ ছিল সাদা এবং শরীর ঝলমলে সোনালি বর্ণের।
জেলেরা হাঙ্গরটিকে জাল থেকে মুক্ত করে সমুদ্রে ফেরত পাঠালেও তার কিছু ছবি গবেষকদের কাছে পাঠানো হয়। প্রথমে ছবিগুলো ভুয়া মনে হলেও, বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এটি আসল এবং এর রঙ এসেছে “অ্যালবিনো-জ্যানথোক্রোমিজম” নামের এক অস্বাভাবিক জিনগত বৈশিষ্ট্য থেকে।
গবেষকদের মতে, সাধারণ অ্যালবিনিজম প্রাণীর শরীর ফ্যাকাশে করে তোলে, আর জ্যানথোক্রোমিজম শরীরে হলুদ বা কমলা আভা আনে। তবে এই দুই বৈশিষ্ট্যের সমন্বয় একসাথে পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত কোস্টারিকা উপকূলে হাঙ্গরের রঙ বাদামী হয়, যা তাদের শিকার ধরতে সাহায্য করে।
সামুদ্রিক প্রাণী গবেষক মেলিসা ক্রিস্টিনা মার্কেজ বলেন, “এটি প্রমাণ করে, আমরা যেসব প্রজাতি নিয়ে ভেবেছি যে যথেষ্ট জানি, আসলে তাদের ভেতরেও অদ্ভুত বৈচিত্র্য থাকতে পারে।” অন্য গবেষক দানিয়েল নারাঞ্জো জানান, এই আবিষ্কার শুধু বিজ্ঞানের জন্যই নয়, পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। ভবিষ্যতে পর্যটকরা হয়তো সোনালি হাঙ্গর দেখতে সমুদ্র সফরে আগ্রহী হবেন।




























