
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল গাজার দিকে এগোনো মানবিক সহায়তা বহর “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” আটকানোর পর, ইউরোপের বিভিন্ন দেশে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। ইতালি, স্পেন, জার্মানি ও তুরস্কে সাধারণ মানুষ ও মানবাধিকারকর্মীরা রাস্তায় নেমে ফ্লোটিলার সুরক্ষা এবং গাজার মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
ইতালির নেপলস শহরে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন। রোমের টার্মিনি স্টেশনের আশপাশে পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। স্পেনের শহরগুলোতে, জার্মানির বার্লিনে এবং তুরস্কের ইস্তানবুলে মানুষের বড় সংখ্যা আন্দোলনে অংশ নেয়।
ফ্লোটিলার প্রায় ৪৫টি জাহাজে প্রায় ৫০০ জন যাত্রী রয়েছেন, যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং স্বেচ্ছাসেবীরাও আছেন। জাহাজগুলোতে ত্রাণ, ওষুধ এবং খাদ্য রয়েছে, যা গাজার অবরোধিত মানুষের কাছে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য।
অপরদিকে, ইসরাইল বারবার এই বহরকে সতর্ক করে ফেরত যেতে বলেছে। তবে বহরের সদস্যরা জানিয়েছে, তারা যেকোনো ঝুঁকি নিয়ে গাজার মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেবেন।
সূত্র: আল জাজিরা, রয়টার্স



























