
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গাজা পরিস্থিতি ও ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক সরকারি সূত্রের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গ্রীষ্মকালীন ছুটি চলাকালেও ১ সেপ্টেম্বরের আগেই বৈঠক বসতে যাচ্ছেন মন্ত্রীরা।
স্টারমারের কার্যালয় এই বিষয়ে রয়টার্সের অনুরোধে কোনো মন্তব্য না করলেও পর্যবেক্ষকরা বলছেন, ক্রমবর্ধমান রাজনৈতিক চাপই এ বৈঠকের প্রধান কারণ। গত শুক্রবার স্টারমার জানিয়েছিলেন, শুধুমাত্র আলোচনার মাধ্যমে সম্পন্ন শান্তিচুক্তির অংশ হিসেবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তবে এই অবস্থান লেবার পার্টির অনেককে হতাশ করেছে।
সম্প্রতি যুক্তরাজ্যের ২২০ জনের বেশি এমপি, যাদের মধ্যে শাসক দল লেবারেরও অনেকে আছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। নয়টি দলের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, নিউ ইয়র্কে ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
চিঠিতে ব্রিটেনের ঐতিহাসিক দায়িত্বের কথাও তুলে ধরা হয়েছে। ১৯১৭ সালের বেলফোর ঘোষণা স্মরণ করিয়ে দিয়ে এমপিরা বলেছেন, ইসরাইল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল, তাই এখন ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেওয়া তাদের নৈতিক দায়িত্ব।
এদিকে ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে হতে যাওয়া জাতিসংঘের এই সম্মেলন ঘিরে ব্রিটেনের অবস্থান আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। অভ্যন্তরীণ চাপ ও বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্যের মধ্যে স্টারমারের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
#UK #Gaza #Palestine #KeirStarmer #MiddleEast #Diplomacy




























