
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গাজা সিটিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার ফলে মানুষ প্রিয়জন হারিয়ে কাঁদছে এবং শিশু ও বৃদ্ধরা নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে না।
গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছে। আল-সাবরা ও আল-মাওয়াসি এলাকার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলায় বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ত্রাণ সহায়তার খোঁজে বের হয়েছেন, যাদের মধ্যে সাতজন শিশু। তারা পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলায় প্রাণ হারান।
আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, ‘ফিলিস্তিনিরা এখন যেন খাঁচার মধ্যে বন্দি। বিমান হামলা ও খাদ্য অবরোধের কারণে তারা বেঁচে থাকা কঠিন মনে করছে।’ গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩ জন অনাহারে মারা গেছেন। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জন।
মানবিক সহায়তা সীমিত। গত এক মাসে গাজায় প্রবেশ করা ত্রাণ ট্রাক প্রয়োজনের মাত্র ১৫ শতাংশ পৌঁছেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন সংস্থার (IPC) প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে একে ‘পুরোপুরি মিথ্যা’ দাবি করেছেন।




























