
আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল আবারও গাজায় ব্যাপক হামলার পথ বেছে নিয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই তারা গাজা সিটি দখলের ঘোষণা দিয়ে বুধবার থেকে জেইতুন, জাবালিয়া ও সাবরা এলাকায় তীব্র গোলাবর্ষণ শুরু করে। শুধু একদিনেই প্রাণ হারিয়েছে অন্তত ৮১ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া কয়েকজন ও একই পরিবারের পাঁচ সদস্যও রয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার একটি তাঁবুতে আশ্রয় নেওয়া তিনজনও নিহত হন।
গতকাল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ গাজা সিটি দখলের আনুষ্ঠানিক অনুমোদন দেন। তার পরপরই সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠায় এবং আরও ২০ হাজার সেনার দায়িত্বের সময় বাড়ানো হয়। পরিকল্পনা অনুযায়ী পাঁচটি ডিভিশন এই অভিযানে অংশ নেবে।
বুধবার রাতভর বিরামহীন গোলাবর্ষণে বহু ঘরবাড়ি ধসে পড়েছে, আহত হয়েছেন অগণিত সাধারণ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুতদের ওপরও হামলা চালানো হয়েছে, ফলে মানবিক বিপর্যয় আরও তীব্র হচ্ছে।
এই অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত; সেখানে আরও বাস্তুচ্যুতি ঘটলে ভয়াবহ মানবিক সংকট দেখা দেবে।
গাজা সিটি দখলের এই নতুন ধাপ এখন গোটা বিশ্বকে আবারও উদ্বিগ্ন করে তুলেছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম




























