
আওয়ার টাইমস নিউজ
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) ভোরে দক্ষিণখানের আজমপুর রেলগেট এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উত্তরা আর্মি ক্যাম্প থেকে বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন চক্রের মূল হোতা আসাদুর রহমান আকাশ (২৪), তার সহযোগী ফরিদ উদ্দিন (২৬) এবং মো. রবিন (২৫)।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযানে তারা নিয়মিত কাজ করছে। এরই অংশ হিসেবে চাঁদাবাজ ও অপরাধচক্রের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
তদন্তে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন সময়ে ভুয়া পরিচয়ে চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং জনমনে আতঙ্ক সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। এমনকি সাংবাদিকদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সেনাবাহিনী জানিয়েছে।



























