
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে নামার পর শুরুটা ধীরগতির হলেও শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করিয়েছে অতিথিরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া আফগানরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ১৫১ রান।
আফগান টপ অর্ডারের ভরসা ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তিনি ৩১ বলে দুটি চার ও তিনটি ছক্কায় করেন ৪০ রান। অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি খেলেন ক্যামিও ইনিংস। মাত্র ২৫ বলে চারটি ছক্কার সাহায্যে করেন ৩৮ রান, যা দলকে বড় সংগ্রহে পৌঁছে দেয়। ওপেনার ইব্রাহিম জাদরান ১০ বলে ১৫ রান করে ঝড় তোলেন শুরুতে, আর শেষ দিকে শারাফউদ্দিন আশরাফ ১২ বলে ১৬ রান যোগ করে দলকে ১৫১ রানে থামান।
বাংলাদেশি বোলাররা বেশ নিয়ন্ত্রিত ছিলেন। রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব নেন দুটি করে উইকেট। নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ প্রত্যেকে শিকার করেন একটি করে উইকেট।
আফগানিস্তান একসময় ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়লেও নবির তাণ্ডবই তাদের খেলায় ফেরায়। শেষ পর্যন্ত ১৫০ পেরিয়ে যায় তারা।
আফগানদের দেওয়া ১৫২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫০ রান তুললেন দুই টাইগার ওপেনার পারভেজ ইমন ও তামিম।



























