
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এ অর্থ তুলে দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুদান প্রদান অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, জনগণের কল্যাণই জামায়াতের রাজনীতির অন্যতম লক্ষ্য, আর সে ধারাবাহিকতায়ই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ক্যানসার রোগীদের পাশে দাঁড়াতে এ অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির স্বাগত বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বনানী থানা জামায়াতের আমির মিজানুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ আরও অনেকে।
cgt




























