
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপির এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শামীম পাটোয়ারী বলেন, অনেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুললেও বিএনপি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। এজন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানান। তার মতে, জাপা নিষিদ্ধ হলে দেশের রাজনৈতিক সমীকরণ বড় ধরনের প্রভাব ফেলবে। এতে প্রধান তিনটি রাজনৈতিক দলের শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং বিএনপিও জটিল অবস্থায় পড়তে পারে।
তিনি আরও বলেন, রাজনীতিতে একটি ‘কুলিং পিরিয়ড’ প্রয়োজন। উদাহরণ হিসেবে তিনি জিয়াউর রহমানের সময়ের প্রসঙ্গ টেনে বলেন, বড় রাজনৈতিক ঘটনার পর একটি বিরতি বা প্রশমনের সময় দেওয়া জরুরি, যাতে প্রতিপক্ষের ওপর তাৎক্ষণিক দমন-পীড়ন নেমে না আসে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও এমন একটি পরিস্থিতি দরকার বলে মন্তব্য করেন তিনি।
cgt




























