
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানকে বাংলাওয়াশের লক্ষ্য টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক জাকির আলী অনিক,
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করতে থেকে আফগান দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে ইব্রাহিম জাদরানকে আউট করে মাঠ ছাড়া করেন পেসার শরীফ ইসলাম।
এরপর আফগানদের দলীয় ২৪ রানের মাথায় ভয়ং’কর হয়ে উঠা গুরবাজকে শামীম পাটোয়ারীর ক্যাচে মাঠ ছাড়া করেন নাসুম আহমেদ, শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ ২৪ রানে ২ উইকেট।



























