
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই— এমন সমীকরণে মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে হেরে প্রথমে ফিল্ডিংয়ে নেমেও দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে গুটিয়ে দিয়েছে ১৯০ রানে। সিরিজে সমতা ফেরাতে এখন টাইগারদের লক্ষ্য ১৯১ রান।
আফগানদের পুরো ইনিংসটাই ছিল ওপেনার ইব্রাহিম জাদরানময়। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছেন তিনি। একাই করেছেন ৯৫ রান, কিন্তু সপ্তম ওয়ানডে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকতেই মেহেদী হাসান মিরাজের বলে রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচে ফিরতে হয়েছে তাকে। ১৪০ বলের ধৈর্যশীল ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন জাদরান।
ইনিংসের শেষ দিকে চোট নিয়ে ব্যাটিংয়ে ফিরে আসলেও রহমত শাহ মাত্র এক বল খেলেই মাঠ ছাড়তে বাধ্য হন। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস।
জাদরানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে মোহাম্মদ নবী ও আল্লাহ মোহাম্মদ গজনফর-এর ব্যাট থেকে। তবে বাকি ব্যাটাররা কেউই বড় ইনিংস গড়তে পারেননি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নিয়েছেন ৩ উইকেট। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন পেয়েছেন ২টি করে উইকেট, আর ১টি উইকেট তুলেছেন তানভীর ইসলাম।
এখন সিরিজে টিকে থাকতে বাংলাদেশকে করতে হবে ১৯১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৪৪.৫ ওভারে ১৯০ (জাদরান ৯৫, নবী ২২, গজনফর ২২, খারোতে ১৩, গুরবাজ ১১; মিরাজ ৩/৪২, তানজিম ২/৩৫, রিশাদ ২/৩৭, তানভীর ১/৩৫)।





























