
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন অনেকে। এর মধ্যে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। তালিকায় ছিলেন শাকিব খান, জয়া আহসান, পিয়া জান্নাতুল, ইরফান সাজ্জাদসহ আরও অনেকে।
তবে আলোচনায় আসে ভিন্ন এক বিষয়। দাবি ওঠে, অর্থের বিনিময়ে তারকারা এসব পোস্ট দিয়েছেন। কথিত একটি ব্যাংক স্টেটমেন্ট ভাইরাল হওয়ার পর অনেকে বিষয়টি বিশ্বাস করতেও শুরু করেন।
কিন্তু ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ জানায়, ছড়িয়ে পড়া ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।
স্টেটমেন্টে দেখা যায়, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে থাকা কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়জনকে ২০ হাজার টাকা করে পাঠানো হয়েছে (তিনটি অ্যাকাউন্টে ৪০০ টাকা বেশি দেখানো হয়)। দাবি ওঠে, এই অর্থ দিয়েই তারকারা বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করেছেন।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, এ স্টেটমেন্টে একাধিক অসংগতি রয়েছে—
শাওনের নামে উল্লেখ করা ১৩-অঙ্কের অ্যাকাউন্ট নম্বরটি ব্যাংকের ডাটাবেজে নেই।
স্টেটমেন্টে বেনিফিশিয়ারিদের নাম ও অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা হয়েছে, অথচ ব্যাংকের প্রচলিত স্টেটমেন্টে এগুলো থাকে না।
অনলাইনে পাওয়া ভুয়া টেমপ্লেট ব্যবহার করে এ কপি বানানো হয়েছে।
সব মিলিয়ে সংস্থাটি নিশ্চিত করেছে, ১৫ আগস্ট উপলক্ষে ফেসবুকে পোস্টের জন্য টাকা দেওয়া হয়েছে—এমন দাবির ভিত্তি নেই। ভাইরাল হওয়া স্টেটমেন্ট সম্পূর্ণ ভুয়া।




























