
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে ২১ অক্টোবর। এক মাসের মধ্যে, তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২ ডিসেম্বর নিজেই এই তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার।
সাবিকুন নাহার লিখেছেন, “দুনিয়াটা ক্ষণস্থায়ী। পরকালের চিরস্থায়ী সাফল্যই আমাদের প্রকৃত লক্ষ্য। এই উপলব্ধি থেকেই আমরা আমাদের সম্পর্কের সিদ্ধান্ত নিয়েছি।”
তাদের পুনর্বিবাহ নিয়ে প্রশ্নের উত্তরে সাবিকুন নাহার জানিয়েছেন, “আমাদের মধ্যে চিরস্থায়ী তিন তালাক ঘটেনি। এটি ছিল স্ত্রী কর্তৃক খুলা তালাক, যেখানে উভয়ের সম্মতিতে নতুন বিবাহের মাধ্যমে সংসার পুনরায় শুরু করার সুযোগ ছিল। সেজন্য আমরা আবার একসঙ্গে এসেছি। ওয়ামা আ’লাইনা ইল্লাল বা’লাগ।”
তিনি আরও জানিয়েছেন, সন্তানদের ভালোবাসা এবং আবেগের কারণে পুনর্বিবাহে তারা সম্মত হয়েছেন। সাবিকুন নাহার বাচ্চাদের দিকে ইঙ্গিত করে বলেন, “আমাদের কন্যা আয়িশা প্রতিনিয়ত তার বাবাকে খোঁজে ‘বাবা যাব! বাবা গাড়ি! বাবা কোথায়?’ এমন প্রশ্নের তোলপাড় আমাদের হৃদয় ছুঁয়ে যায়। উসমানও তার মাকে খুব খুঁজে পায় না। এ কারণে আমাদের আবার একত্রিত হওয়া প্রয়োজন হয়ে পড়ে।”
এভাবেই সাবিকুন নাহার স্পষ্ট করেছেন, ব্যক্তিগত ও ধর্মীয় বিবেচনায় তাদের পুনর্বিবাহ সম্পূর্ণ স্বাভাবিক ও সম্মতিপূর্ণ।



























