
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিকে সামনে রেখে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ পাঁচটি রাজনৈতিক দল। আজ মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সূত্রে জানা গেছে, এ কর্মসূচির মেয়াদ হবে টানা ১২ দিন। এতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগ এবং বিক্ষোভের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অংশগ্রহণের ঘোষণা দেবে।
এর আগে ঢাকাসহ সারাদেশে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছিল এসব দল। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা, আর খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলে ধরে আন্দোলন চালিয়ে এসেছে।
রাজনৈতিক অঙ্গনে আলোচিত জুলাই জাতীয় সনদকে ঘিরেও সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে সংবিধান সম্পর্কিত সংস্কার ইস্যুতে এখনো মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যেই নতুন কর্মসূচিতে যাচ্ছে দলগুলো।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আজ সকালে আলাদা সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার কর্মসূচি ও অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ জানান, তাদের দল পূর্বঘোষিত দাবিগুলো তুলে ধরে বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি জানাবে।





























