
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ভবনের সামনে একদল ব্যক্তির চিৎকার-চেঁচামেচি ও হুমকির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে এই ঘটনাটি ঘটে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ হাইকমিশনের মূল গেটের সামনে এসে উচ্চস্বরে চিৎকার শুরু করেন। তারা বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ এমন উসকানিমূলক কথা শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিতরা কিছুক্ষণ অবস্থান করে স্লোগান দেয়ার পর স্থান ত্যাগ করেন। তবে তারা কোনো ধরণের শারীরিক হামলা বা ভাঙচুর চালাননি। হুমকির মাত্রা নিয়ে প্রশ্ন করলে প্রেস মিনিস্টার বলেন, “তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন, ‘ওখানে যদি হিন্দু মারা হয়, আমরা তোমাদের মেরে ফেলবো।’ এটি মৌখিক হুমকি ছিল, শারীরিক আক্রমণ হয়নি।”
ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জরুরি বৈঠক করেন ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে। বৈঠকে ঘটনাটি বিশ্লেষণ করে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
ভারতের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছেন। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।



























