
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও একই পদের মো. জাহিদুর রহমানকে দুদকের পরিচালক পদে বদলি করা হয়েছে।
এ নির্দেশনায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান পদ থেকে অবমুক্ত হয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করবেন।
সরকারের এই পদক্ষেপকে অনেকেই প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন।
সূত্র: সরকারি প্রজ্ঞাপন





























