
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (১৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কোরআন অবমাননার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ভাটারা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই চাঁদ মিয়া ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, অপূর্ব পাল কোরআন অবমাননার সঙ্গে জড়িত বলে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা গেছে, তিনি মুসলিম ধর্মাবলম্বীর পবিত্র গ্রন্থ কোরআনকে ফ্লোরে ফেলে পদদলিত করেছেন, যা মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়েছে।
উল্লেখ্য, এই ঘটনায় ৫ অক্টোবর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়। ৪ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসার সামনে জড়ো হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর ক্ষিপ্ত হয় এবং পরে অপূর্বকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের ছাত্র ছিলেন, যিনি ইতিমধ্যেই বহিষ্কৃত হয়েছেন।





























