
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিউমার্কেট এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। মার্কেটের তিনটি দোকানের ভেতরে লুকানো কুঠুরি থেকে ধারালো অস্ত্রগুলো বের করে আনা হয়।
অভিযানে সন্দেহভাজন ৯ জনকে আটক করা হয়। তদন্তে জানা গেছে, এসব অস্ত্র গৃহস্থালি পণ্যের আড়ালে মজুত করে রাখা হতো, পরে সেগুলো কিশোর গ্যাংদের হাতে পৌঁছে দেওয়া হতো। সংঘর্ষ বা শোডাউনের সময় এই অস্ত্র ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।
সেনা কর্মকর্তারা জানান, এই নেটওয়ার্ক শুধু বাজারে সীমাবদ্ধ ছিল না; প্রয়োজনে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ছিল। সম্প্রতি রাজধানীর অন্যান্য এলাকাতেও অনুরূপ অভিযানে বিপুল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র জব্দ এবং বহু অপরাধীকে আটক করা হয়েছে।




























