
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, বরং এটি পুরো আরব অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে নতুন সম্ভাবনার পথ খুলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, চুক্তিতে অন্য কোনো আরব দেশ যোগ দেওয়ার কোনো বাধা নেই।
চুক্তির মূল শর্ত অনুযায়ী, কোনো সদস্য দেশের বিরুদ্ধে আক্রমণ হলে তা স্বয়ংক্রিয়ভাবে অন্য দেশের ওপরও প্রযোজ্য হবে। অর্থাৎ এক দেশের নিরাপত্তা রক্ষার জন্য আরেক দেশের প্রতিক্রিয়া অবিলম্বে কার্যকর হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের আল ইয়ামামাহ প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এ চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি আক্রমণাত্মক নয় বরং ন্যাটোর মতো প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করবে। এছাড়া পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও প্রয়োজন হলে সৌদি আরবের নিরাপত্তার জন্য ব্যবহারযোগ্য হবে, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য ও সামরিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
চুক্তির মাধ্যমে সম্ভাব্য নতুন সদস্য দেশগুলোও যুক্ত হতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সমন্বয়কে আরও শক্তিশালী করবে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা




























