
আওয়ার টাইমস নিউজ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোটের দাবি জানিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।
রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তাহের বলেন, “উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত। তবে আমাদের দাবি, পিআর পদ্ধতি প্রয়োগ করা হোক সংসদের নিম্নকক্ষেও। আমরা এই ইস্যুতে আন্দোলন চালাবো। কারণ ৫৪ বছরের নির্বাচনের ইতিহাস থেকে দেখা গেছে, এখানে কখনো সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন হয়নি।”
পিআর পদ্ধতি হলো একটি আনুপাতিক নির্বাচনী ব্যবস্থা, যেখানে প্রতিটি দল দেশের মোট ভোটের অনুপাতে আসন পাবে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা উল্লেখ করে তাহের বলেন, “জামায়াত সব সময় নির্বাচন পক্ষে রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণায় আমাদের মৌলিক কোনো আপত্তি নেই। আমরা আগেও বলেছি, নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।”
তিনি বিগত তিন নির্বাচনের উদাহরণ টেনে বলেন, “অতীতের নির্বাচনগুলোতে মানুষের মাঝে নির্বাচনের প্রতি অবিশ্বাস রয়েছে। তাই আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের জন্য।”
তাহের আরও বলেন, “আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি, নির্বাচনের পূর্বশর্ত হলো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যথাসম্ভব গুরুত্ব দেওয়া হবে। আমরা তার ওপর আস্থা রাখতে চাই।”
তিনি সতর্ক করে বলেন, “বাংলাদেশের মানুষ আর কোনো অনিয়মপূর্ণ নির্বাচন দেখতে চায় না। যদি এমন হয়, তাহলে জনগণ আবার রাস্তায় নামবে। কোনো ধরনের দখলদারিত্বমূলক নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না।”
সূত্র: বিবিসি বাংলা




























