
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজার আগে আবেগঘন বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না।”
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদি বিন হাদির জানাজা শুরুর আগে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
আবেগে কণ্ঠ ভারী হয়ে আসে ড. ইউনূসের। তিনি বলেন, “আজ আমরা বিদায়ের জন্য আসিনি। তুমি যে আদর্শ ও মন্ত্র রেখে গেছো, তা বুকে ধারণ করেই আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যাব।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “হাদি আমাদের সামনে যে পথ দেখিয়ে গেছে, সেই পথেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। কেউ তাকে ভুলে যাবে না, বরং তার রেখে যাওয়া মন্ত্র প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা হবে।”
জানাজা শুরুর আগে দেওয়া এই বক্তব্যে জানাজা প্রাঙ্গণে উপস্থিত হাজারো মানুষের মধ্যে গভীর আবেগ ও শোকের আবহ তৈরি হয়। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের অন্যতম প্রতিবাদী কণ্ঠ। তার মৃত্যু দেশজুড়ে শোক ও প্রতিবাদের ঢেউ সৃষ্টি করেছে।



























