
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে এক ভয়াবহ ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে। জেলার একটি বেসরকারি হাসপাতালে পাইলস রোগী হিসেবে ভর্তি হওয়া এক নারীকে ভুলবশত গলব্লাডার অপারেশন করে দেওয়া হয়। এ ঘটনায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে এবং পরিবারের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে সোমবার বিকেলে শহরের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে। স্থানীয় সূত্র জানায়, সদরপুর উপজেলার হ্যাপি আক্তার নামের ওই নারী পাইলস অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। একই সময়ে অপর এক রোগী ছিলেন গলব্লাডার অপারেশনের জন্য। কিন্তু কাগজপত্র যাচাইয়ে গাফিলতির কারণে হ্যাপি আক্তারকে ভুলবশত গলব্লাডার রোগী ভেবে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার পিত্তথলি কেটে ফেলা হয়।
অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে স্বজনরা বিষয়টি জানতে চান। তখনই ধরা পড়ে ভয়াবহ এ ভুল চিকিৎসা। অভিযোগ উঠেছে, ঘটনার পরপরই চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সংশ্লিষ্টরা পালিয়ে যান।
খবর পেয়ে রাতেই সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তর করেন এবং হাসপাতালটিকে সিলগালা করে দেন।
ডা. মাহমুদুল হাসান বলেন, “অপারেশনের আগে রোগীর কাগজপত্র যাচাই অত্যন্ত জরুরি। এখানে স্পষ্ট অবহেলা ও গাফিলতির ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন। বর্তমানে ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হ্যাপি আক্তারের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।




























