
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেন, ‘‘পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না।’’
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
রাজনৈতিক ঐক্য ধরে রাখার তাগিদ
প্রেস সচিব জানান, গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ধরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি রাজনৈতিক দলগুলোকে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান।
আওয়ামী লীগের ‘চক্রান্ত’ নিয়ে সতর্কবার্তা
শফিকুল আলম বলেন, ‘‘যখনই নির্বাচন ঘনিয়ে আসে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচারের প্রক্রিয়া সামনে এগোয়, তখনই পতিত ফ্যাসিস্ট শক্তি মরিয়া হয়ে ওঠে। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে মাঠে নামে।’’ তিনি আরও বলেন, এটি এখন কেবল আইনশৃঙ্খলা ইস্যু নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রাজবাড়ীর ঘটনার অগ্রগতি
ব্রিফিংয়ে জানানো হয়, রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানায় ঘটে যাওয়া ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির আশ্বাস
বৈঠকে দুর্গাপূজা ও আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা খুব শিগগিরই বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়।
পল্লি বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্ত
প্রেস সচিব আরও জানান, পল্লি বিদ্যুৎ সমিতির বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। বদলিকৃতদের পুরোনো কর্মস্থলে ফেরানো এবং সাময়িক বরখাস্ত আদেশ পর্যালোচনা শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘দেশবিরোধী শক্তি পল্লি বিদ্যুতে আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার সহনশীলভাবে দেখছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’




























