
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল নদীর মিয়ারচর এলাকায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে অবাধে মা ইলিশ শিকার করছেন। প্রশাসন ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান চললেও তারা কৌশল ব্যবহার করে নদীতে মাছ ধরাই অব্যাহত রেখেছে। ধরা পড়া ইলিশ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রথম দুদিন জেলেরা সীমিতভাবে নদীতে নেমেও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিল। কিন্তু এখন দিনে কম সংখ্যক হলেও রাতের বেলায় শিকারির সংখ্যা অনেক বেড়ে গেছে। অভিযানের ট্রলার দেখলেই তারা দ্রুত সরু খালে ঢুকে পড়ে, যা প্রশাসনের জন্য তাদের ধরা কঠিন করে তুল তুলছে। দু-একজন ধরা পড়লেও জরিমানা দেওয়ার পর তারা আবার নদীতে ফিরে আসে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিন অভিযান চলছে। গতকালও দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহীম বলেন, মা ইলিশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিযানের সময় হামলার ঘটনা ঘটলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত নদীতে আমাদের তৎপরতা থাকবে।





























