
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: বাংলাদেশে স্বর্ণের দাম প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় অনেক বেশি, যা গত কয়েক বছরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে বৈশ্বিক ও দেশীয় বিভিন্ন অর্থনৈতিক কারণ রয়েছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের মধ্যে প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স চার হাজার দুইশ ডলারের ঘরে পৌঁছেছে। বাংলাদেশে একই সময়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম হয়েছে দুই লাখ ১৬ হাজার ৩৩৩ টাকা। এর সঙ্গে পাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে স্বর্ণের দাম অনেক বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা যেমন যুদ্ধ, আর্থিক মন্দা এবং করোনা মহামারি, স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে উর্ধ্বমুখী করেছে। অন্যদিকে, বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ার পেছনে সরকারের নীতির দুর্বলতা, ডলারের বিপরীতে টাকার মানের পতন এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতাকেও দায়ী করা হচ্ছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বে চার হাজার ৯৭৫ টন স্বর্ণ সরবরাহ করা হয়েছে। তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বড় বিনিয়োগকারীরা স্বর্ণে ব্যাপকভাবে বিনিয়োগ বাড়িয়েছে। এই কারণে স্বর্ণের চাহিদা ও প্রাপ্যতার মধ্যে বৈশ্বিক অসামঞ্জস্য তৈরি হয়েছে।
বাংলাদেশে বৈধ স্বর্ণ আমদানির সুযোগ সীমিত। বিদেশ থেকে যাত্রীরা বছরে সর্বোচ্চ ১০০ গ্রাম গয়না বিনা শুল্কে আনতে পারেন, বা ১১৭ গ্রাম স্বর্ণের বার আনতে পারলেও শুল্ক দিতে হয়। এই সীমাবদ্ধতা এবং টাকার দুর্বলতার কারণে অনানুষ্ঠানিক বাজার থেকে ক্রয় বেড়ে গেছে।
অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণের দাম আরও বাড়তে পারে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ, ডলারের অবনমন এবং জিও-পলিটিকাল টেনশন সব মিলিয়ে স্বর্ণের দাম কমার সুযোগ কমাচ্ছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৯০০ ডলারে পৌঁছাতে পারে।
বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, সরকার যদি স্বর্ণ আমদানি সহজ করতো বা কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বিতরণ করতো, বাজার আরও নিয়ন্ত্রিত হতো। বর্তমানে রিসাইকেল গোল্ড ও সীমিত আমদানির কারণে দাম বৃদ্ধি পায়।
বাংলাদেশে স্বর্ণের দামের এই পার্থক্য মূলত বৈশ্বিক পরিস্থিতি, দেশীয় নীতি ও বাজার নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি সম্পর্কিত।






























