
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক হালাল পণ্যের বাজার ক্রমবর্ধমান হওয়ায় বাংলাদেশ এই শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে। গত মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের জন্য সহযোগিতার আহ্বান জানান।
মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ। বৈঠকে মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফাইন সাহারিও উপস্থিত ছিলেন।
বর্তমানে বৈশ্বিক হালাল পণ্যের বাজারের মূল্য প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এবং তারা এই বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। বাংলাদেশ, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে, যদি হালাল শিল্পের অবকাঠামো ও সনদ প্রদানের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, তবে এই বাজারে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবে।
বর্তমানে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন একমাত্র হালাল সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, এবং মোট ১২৪টি প্রতিষ্ঠান এই সনদ পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মালয়েশিয়াকে অনুরোধ জানান, হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের জন্য বাংলাদেশের প্রয়োজনীয়তা মূল্যায়নে সাহায্য করার জন্য।
বৈঠকে অংশগ্রহণকারীরা একসঙ্গে কাজ করে হালাল পণ্য উৎপাদনে একটি সুসংহত পরিকল্পনা তৈরি করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়া শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠিয়ে বাংলাদেশের প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে বলে ঘোষণা দেয়।
বাংলাদেশের এই উদ্যোগ বৈশ্বিক হালাল শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দেশের অর্থনীতিতে নতুন প্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




























