
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজ শনিবার (১১ অক্টোবর) ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে নানা উত্তেজনাপূর্ণ ম্যাচ। বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ দিনভর চলবে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতা।
সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ বনাম আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সিরিজে এগিয়ে থাকতে আজ মাঠে নামবে সাকিব বাহিনী। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস সন্ধ্যা ৬টা থেকে।
এছাড়া সকাল ১০টা থেকে দিল্লিতে শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। বিকেল ৩টা থেকে নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে।
রাতের দিকে ফুটবলপ্রেমীদের জন্য থাকছে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর লড়াই। মধ্যরাতে মাঠে নামবে স্পেন, পর্তুগাল, ইতালি ও তুরস্ক। ম্যাচগুলো সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
আজকের খেলার সূচি এক নজরে:
বাংলাদেশ–আফগানিস্তান (দ্বিতীয় ওয়ানডে) সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস
ভারত–ওয়েস্ট ইন্ডিজ (দিল্লি টেস্ট, দ্বিতীয় দিন) সকাল ১০টা, টি স্পোর্টস
ভারত–অস্ট্রেলিয়া (নারী ওয়ানডে বিশ্বকাপ) বিকেল ৩টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
স্পেন–জর্জিয়া রাত ১২:৪৫, সনি স্পোর্টস ১
পর্তুগাল–আয়ারল্যান্ড রাত ১২:৪৫, সনি স্পোর্টস ২
এস্তোনিয়া–ইতালি রাত ১২:৪৫, সনি স্পোর্টস ৩
বুলগেরিয়া–তুরস্ক রাত ১২:৪৫, সনি স্পোর্টস ৫





























