
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। তবে অভিযানের আগে সরকারি কর্মচারীদের ময়লা-আবর্জনা ছিটানোর দৃশ্য ধরা পড়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি প্লাস্টিক বোতল ও অন্যান্য আবর্জনা একটি জায়গায় ছিটিয়ে দিচ্ছেন। এর কিছুক্ষণ পর জেলা প্রশাসক শামীম আরা রিনি, অন্যান্য কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর সদস্যরা সেই স্থান পরিষ্কার করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে ময়লা ছিল না, সেখানে কৃত্রিমভাবে ময়লা ফেলার প্রয়োজন কী?
জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের কোনো কর্মকর্তা বা আমি ময়লা ফেলার নির্দেশ দিইনি। পেছন থেকে কেউ বলেছিল এখানে তো ময়লা নেই, স্যাররা কী পরিষ্কার করবেন? তখন কিছু কর্মচারী হাসতে হাসতে ময়লা ছিটায়। সেই মুহূর্তটাই ভিডিও করা হয়েছে। পরে কর্মকর্তারা এসে তাদের থামালেও ভিডিওতে সেটা ধরা পড়েনি।
তিনি আরও জানান, “আমরা মূলত আশপাশে ছড়িয়ে থাকা বোতলের ছিপি ও মাটিতে পোঁতা প্লাস্টিক তুলছিলাম। শিগগিরই ওই স্থানটিতে ফুলের বাগান করা হবে।”
ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক বলে স্বাগত জানালেও, ভিডিওর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।





























