
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদ থেকে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।
এ সময় বিএনপি মহাসচিব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন—যার মধ্যে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা অন্তর্ভুক্ত সেই আসনে রাশেদ খাঁনকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাশেদ খাঁনের বিএনপিতে যোগদানকে দল স্বাগত জানায়। তিনি ঝিনাইদহ-৪ আসনের সব বিএনপি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান, দলীয় প্রার্থী হিসেবে রাশেদ খাঁনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাশেদ খাঁন বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলনে তার ভূমিকা গণমাধ্যম ও জনগণের কাছে পরিচিত। তিনি জানান, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে মনে করেন এবং বর্তমান বিএনপির নেতৃত্বে থাকা তারেক রহমানের প্রতি তার গভীর আস্থা রয়েছে। রাশেদ খাঁনের মতে, দেশের সংস্কার, বিচারব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বিএনপিতে যোগ দিয়ে তিনি দলের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।
এই যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ দলটির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক নেতা নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।




























