
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন নিয়ে একের পর এক জটিলতা তৈরি হচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তামিম ইকবাল বলেন, এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, “নোংরামির অংশ হতে চাই না বলেই আমি সরে দাঁড়িয়েছি। ইসির চূড়ান্ত তালিকা দেখলেই বোঝা যাবে, যারা সরে দাঁড়িয়েছে তাদের সবাই হেভিওয়েট প্রার্থী। আমাদের এই পদক্ষেপ আসলে একধরনের প্রতিবাদ—কারণ এ নোংরামির অংশ হয়ে থাকতে চাই না। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না।”
‘ক্রিকেট হেরে গেছে’
নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে তামিম বলেন, “এখন যারা বিসিবিতে আছেন, তারা যেভাবে নির্বাচন করছেন, তাতে তারা জয়ীও হতে পারেন। তবে এটাকে নির্বাচন বলা যাবে না। আমি শুধু বলব—ক্রিকেট হেরে গেছে। আমরা সবাই বলি ক্রিকেট থেকে ফিক্সিং দূর করতে হবে, কিন্তু আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন। এই নির্বাচন বিসিবির ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।”
মনোনয়ন প্রত্যাহার
সাবেক এই অধিনায়ক জানান, মোট ১৪-১৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। “কারণ খুবই স্পষ্ট। এটা যে নির্বাচন নয়, সেটা সবাই বুঝতে পারছে। যখন যা মনে হচ্ছে তাই করা হচ্ছে। এই ধরনের নির্বাচন ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই মানায় না।”



























