
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে নানা শর্ত জুড়ে দিচ্ছে। কারণ তারা জানে, স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়ালে ১০টি আসনও জিততে পারবে না।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “তারা নির্বাচনে পিআর ছাড়া যেতে চায় না। আসলে তারা ভালোভাবেই বুঝে গেছে, সুষ্ঠু নির্বাচনে তাদের আসন সংখ্যা দুই অঙ্কও ছুঁতে পারবে না। তাই নানা অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হলে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাতন, জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। অথচ গণতান্ত্রিক সংস্কার ও বিচারের কথা দেশে সর্বপ্রথম বিএনপিই তুলেছে।
তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে ফিরিয়ে দেয়নি। আগামী ২০২৬ সালের নির্বাচনেও তারা বিএনপির পক্ষেই রায় দেবে, ইনশাআল্লাহ।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।




























