
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিলেটের ভোলাগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী সাদা পাথর এখন আর আগের মতো নেই। সম্প্রতি জানা গেছে, রাতের অন্ধকারে স্থানীয় এই মূল্যবান সম্পদটি শত শত ট্রাকের মাধ্যমে গোপনে সরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয় ও সূত্রে জানা গেছে, ধোপাখোলা থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত এলাকায় একাধিক ক্রাশার মেশিন বসানো হয়েছে, যেখানে সাদা পাথর চূর্ণ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। পাশাপাশি ভারতের মেঘালয় থেকে আমদানি করা পাথরের সঙ্গে এই পাথর মিশিয়ে পাচার বাড়ানো হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা জানান, সাদা পাথর লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত কয়েকটি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, তবুও পাচার রোধে কার্যকর ভূমিকা নেওয়া যাচ্ছে না।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সিলেট শাখার একজন প্রতিনিধি মনে করেন, প্রশাসনের পর্যাপ্ত তৎপরতা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। এক সময় কঠোর নজরদারিতে পাথর রক্ষা করা হলেও এখন তা অনেকটাই অবহেলিত।
জেলা প্রশাসকও জানিয়েছিলেন, নিয়মিত অভিযান চালানো হলেও পাচার বন্ধ করতে পারছেন না। স্থানীয় পরিবেশকর্মীরাও দাবি জানিয়েছেন, যে পাথরগুলো জব্দ করা হচ্ছে সেগুলোও পুনরায় লুটকারীদের হাতে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির উন্নয়নে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে যাতে এই মূল্যবান সম্পদ সংরক্ষিত রাখা যায়।




























