
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ শুরুর আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
দলের সঙ্গে নিয়ম অনুযায়ী মাঠে উপস্থিত ছিলেন জাকি। খেলোয়াড়দের ওয়ার্মআপ করাতে সহায়তা করার সময় হঠাৎ ডাগআউটের পাশে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে দলের ফিজিও ও সংশ্লিষ্টরা তাকে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন এবং সিপিআর প্রয়োগ করা হয়।
এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাঠে লুটিয়ে পড়ার পর প্রথমে সাড়া পাওয়া গেলেও অবস্থার দ্রুত অবনতি ঘটে। সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেস বোলার। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং পেশায় যুক্ত হন এবং ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে কাজ করেন। জাতীয় দলের একাধিক পেসার, বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের বোলিং উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সংশোধনের কাজেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাহবুব আলী জাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার রুহের মাগফিরাত কামনা করেছে।




























