
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের শিবচর উপজেলায় চাঞ্চল্যকর ঘটনায় তিন মাসের শিশু মারিয়ার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুর মা রহিমা আক্তার স্বীকার করেছেন, তিনি মানসিক ভারসাম্যহীনতার কারণে নিজ সন্তানকে নদীতে ফেলে দেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। দুপুরে বাড়িতে একা ফিরে আসেন তিনি। স্বজনদের প্রশ্নের উত্তরে জানান, শিশুটিকে চুরির চেষ্টা করা হয়েছিল। তবে পরে পুলিশের তদন্তে বিষয়টি ভিন্ন প্রমাণিত হয়।
শিবচর পৌরসভার উপশহর সংলগ্ন ময়নাকাটা নদী থেকে রাত সাড়ে ৮টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর বাবা মো. রফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী প্রায় দুই মাস যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাই ঘটনার সময় তিনি সন্তানকে নদীতে ফেলে দেন বলে ধারণা করা হচ্ছে।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদের জানান, সিসিটিভি ফুটেজ এবং নানা এলাকায় তদন্তের পর মা নিজেই শিশুকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




























