
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। শনিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে অনুষ্ঠিত একটি তাফসির মাহফিলে হাজারো মানুষের সামনে বক্তব্যের মাঝেই তিনি হঠাৎ মঞ্চে ঢলে পড়েন।
স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি সেই রাতের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন। বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুদিন ধরে চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিজীবনে তিনি আড়াই বছর বয়সী এক সন্তানের জনক।
তার মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্থানীয় ধর্মীয় ও সামাজিক মহলেও শোকের ছায়া বিরাজ করছে।




























