
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ পর একাদশে ফেরা মেহেদী হাসান ফিরিয়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে। ম্যাচের দ্বিতীয় ওভারে অফ স্পিনে তৈরি করলেন প্রথম ধাক্কা। সাইম তিন বল খেলে শূন্য রানে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিড অনে। এবারের এশিয়া কাপে এটি তার চতুর্থ ‘ডাক’। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেও শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।
মাত্র ৫ রানের মধ্যেই দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। মেহেদীর স্পিনে ব্যাটারদের বিভ্রান্তি আর তাসকিনের তেজি গতির আক্রমণে শুরুতেই ভুগছে সালমান আগার দল।
পাকিস্তানের স্কোর: ২ ওভারে ৫/২






























