
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুসলমানদের মৌলিক দাবি সংবিধানে প্রতিফলিত না হলে সেই সংবিধান মানা হবে না।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আল্লামা আব্বাসী বলেন, আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে তাঁর প্রিয় নবী মুহাম্মদ (সা.)–কে প্রেরণের মাধ্যমে নবুওয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। তাঁর পরে কোনো নবী বা রাসূল নেই—এটাই খতমে নবুওয়তের আকিদা, আর এ বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হওয়ার দাবি করতে পারে না।
তিনি অভিযোগ করে বলেন, দেশের রাজনীতিতে সেক্যুলারতার নামে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা থেকে দূরে থাকে অনেক রাজনৈতিক নেতা। প্রশ্ন রেখে তিনি বলেন, সেক্যুলার রাষ্ট্রব্যবস্থার কাজ কি শুধু অমুসলিমদের স্বার্থ রক্ষা করা?
এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেন, দেশের প্রকৃত মালিক প্রকৃত মুসলমান। তাদের ট্যাক্স–ভ্যাটে রাষ্ট্র চলে। সেই মুসলমানদের মৌলিক দাবি যদি সংবিধানে প্রতিফলিত না হয়, তবে সেটি মানা হবে না—সংবিধানের সনদও গ্রহণযোগ্য হবে না।
তিনি আন্দোলনকে ‘সবচেয়ে বড় জিহাদ’ হিসেবে উল্লেখ করে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





























