
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় মুখর হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উদ্দেশ্যে এক তীব্র বার্তা দিয়ে বলেছেন, যিনি যুদ্ধ উসকে দেন, তিনি কখনো শান্তির প্রতীক হতে পারেন না।
সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে আরাঘচি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলি স্বার্থগোষ্ঠীর মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ইরানবিরোধী প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও কখনো বলেনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। অথচ ট্রাম্প এসব ভ্রান্ত তথ্য প্রচার করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যা শান্তির পথে বড় বাধা। তার ভাষায়, একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না।
আরাঘচি স্পষ্ট করে জানান, ইরান শান্তি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় আগ্রহী, তবে কোনো ধরনের চাপ, হুমকি বা একতরফা শর্ত তারা কখনো মেনে নেবে না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আরাঘচির এই মন্তব্য কেবল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরার কৌশল।
সূত্র: Al Jazeera





























