
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের “সোনালি যুগে” প্রবেশের কথা উল্লেখ করেছেন, যা তার প্রশাসনের নীতি ও অর্জনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন।
ট্রাম্প তার বক্তব্যে বলেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি, সশস্ত্র বাহিনী, সীমান্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী। এটি নিঃসন্দেহে আমেরিকার সোনালি যুগ।
তিনি আরও উল্লেখ করেন, আমরা অবৈধ অভিবাসন শূন্যে নামিয়ে এনেছি এবং সাতটি ‘অ-সম্ভাব্য’ যুদ্ধ শেষ করেছি।
জাতিসংঘের কার্যকারিতা নিয়ে ট্রাম্প সমালোচনা করে বলেন, জাতিসংঘের উদ্দেশ্য কী? তারা শক্তিশালী ভাষায় চিঠি লেখে, কিন্তু কখনো তা অনুসরণ করে না।
এছাড়া, ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের সমালোচনা করে বলেন, এটি হামাসকে পুরস্কৃত করা হবে।
ভাষণের সময়, ট্রাম্প একটি ভ্রান্ত টেলিপ্রম্পটার এবং একটি বন্ধ হওয়া এস্কেলেটরের বিষয়ে মন্তব্য করেন, যা পরে জাতিসংঘের কর্মকর্তারা ব্যাখ্যা করেন।
এই ভাষণটি ট্রাম্পের জাতিসংঘে প্রথম উপস্থিতি ছিল ২০২০ সালের পর।
সূত্র: সিএনএন




























