
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগরীতে বিভিন্ন দাবিদাওয়ার কারণে সড়ক অবরোধ করা হয়েছে, যার ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট তীব্র আকার ধারণ করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে একাধিক সংগঠন একযোগে কর্মসূচি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের এমপিওভুক্তি সংক্রান্ত দাবি, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের দাবিতেও অবরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, সব প্রতিকূলতার মধ্যেও তারা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে। তবু আন্দোলনের কারণে যানজট ও জনভোগান্তি বৃদ্ধি পাওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।





























