
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্বিরাত শিল্পী হাফেজ আনাস বিন আতীক লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। গত বছরের সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করার পর আবারও হাফেজ আনাস দেশের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করলেন।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্বিরাতশিল্পীরা এতে অংশ নেন। হাফেজ আনাস পুরো কুরআন হিফজ করে তৃতীয় স্থান অধিকার করেন এবং পুরস্কার হিসেবে পান ৫০,০০০ লিবিয়ান দিনার।
হাফেজ আনাস আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ মনোনীত প্রতিযোগী। তার এই অর্জন দেশের ক্বিরাত শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, হাফেজ আনাসের সফলতা বাংলাদেশের ইসলামি শিক্ষার মান ও আন্তর্জাতিক মঞ্চে ক্বিরাতের অবস্থান আরও শক্তিশালী করবে।
বাংলাদেশের ক্বিরাত প্রতিযোগিতার ইতিহাসে হাফেজ আনাসের এই সাফল্য নতুন দিগন্ত উন্মোচনের মতো। দেশের ক্বিরাতশিল্পীরা তার উদাহরণ অনুসরণ করে আন্তর্জাতিক মঞ্চে আরও ভালোভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।



























