
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহিদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই কর্মসূচি চলছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন। সেখানে তারা অবস্থান নিলে শাহবাগ এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়িয়ে ঘটনার জবাব না দেওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরে যাবেন না। প্রয়োজনে চরম ত্যাগ স্বীকার করেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদির রক্তে ভেজা এই জমিনে দাঁড়িয়ে তারা ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। অথচ এখন কিছু মহল তাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। এভাবে জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, শহিদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সরকারের প্রতি জবাবদিহি নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য বলে জানান বক্তারা।
বক্তব্যের এক পর্যায়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, যত দিন সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে নিরাপদভাবে বাঁচতে পারবে না এবং একজন নারী হিজাব পরে স্বাধীনভাবে চলাচল করতে পারবে না, তত দিন প্রকৃত অর্থে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। এই দাবিকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।


























