
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরের সেই আলোচিত যমজ বোন-রুবাবা জামান ও রুবাইয়া জামান আবারও দেখালেন তাদের মেধার স্বাক্ষর। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই অর্জন করেছেন জিপিএ-৫।
এর আগেও তারা আলোচনায় এসেছিলেন ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও দুজনই ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিলেন।
তাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। বাবা মো. কামরুজ্জামান খোকন একজন ঠিকাদার, মা মাহমুদা জামান গৃহিণী।
কামরুজ্জামান বলেন, ‘আমার মেয়েরা ছোটবেলা থেকেই মনোযোগী ও মেধাবী। তাদের এমন ধারাবাহিক সাফল্যে আমরা গর্বিত। সবাই ওদের ভবিষ্যতের জন্য দোয়া করবেন।’
রুবাবা ও রুবাইয়া জানান, ‘আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা, নানা-নানির পাশাপাশি শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বড়। ভবিষ্যতে আমরা বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিতে চাই, ম্যাজিস্ট্রেট হয়ে দেশের সেবা করাই আমাদের লক্ষ্য।’
এই দুই যমজ বোনের দৃঢ় মনোবল ও পরিশ্রমের গল্প অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেক তরুণ-তরুণীর কাছে।
































